




দ্বিতীয় দফায় জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়া চন্ডিকা হাথুরুসিংহের সহকারী চেয়ে ইতোমধ্যেই বিজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পদে আবেদন





করতে পারবে দেশি কোচরাও। শুধু তাই নয়, আগ্রহী দেশি কোচরা যেন এই পাদে আবেদন করেন সেই আহ্বানও জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বুধবার





হাথুরুসিংহের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন এ আহ্বান জানান। পাপন বলেন, আমরা সহকারী কোচের জন্য আজ বিজ্ঞাপন দিয়েছি। দেশি-বিদেশি যারা আগ্রহী





আছেন, সবাই আবেদন করবেন বলে আশা করছি। এখানে আরেকবার আমি এ কথাটা জোর দিয়ে বলছি, আমরা যখন এরকম বিজ্ঞাপন দেই, তখন সাধারণত বিদেশি কোচরা আবেদন





করে। আমরা চাচ্ছি দেশি যদি কেউ আগ্রহী থাকে তারা যেন আবেদন করে। বিসিবি প্রধান বলেন, অনেক সময় কথাবার্তা শুনলে মনে হয়, অনেকেই আগ্রহী। কিন্তু কখনো আমাদের কাছে





অ্যাপ্রোচ করেন না, আবেদন করেন না। দেশি কোচদের জাতীয় দলের সহকারী কোচ হিসেবে জায়গা না দিতে পারলে তাদের অন্য কোথাও জায়গা দেওয়ার কথাও জানিয়েছেন বোর্ড





সভাপতি। তিনি বলেন, আপনাদের মাধ্যমে সবাইকে বলছি দেশি-বিদেশি যারাই এই পজিশনের জন্য আগ্রহী তারা যেন আবেদন করেন। এই পজিশনে হলে তো হলোই। যদি তা নাও হয় তাহলে





চেষ্টা করবো অ্যান্যন্য জায়গায় তাদের অবস্থান করে দিতে। যাতে ভবিষ্যতে তারা আসতে পারে। আসন্ন ইংল্যান্ড সিরিজের দল নিয়ে হাথুরুসিংহের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি-না জানতে





চাইলে বিসিবি সভাপতি বলেন, কোচ এলে আমার সঙ্গে সাধারণত হোটেলে কিংবা আমার বাসায় দেখা হয়। আজ এখানে এলাম। কারণ, বাকিদেরও এখানে পাবো। কিন্তু কোচের সঙ্গে





সেভাবে আলাপ হয়নি। কারণ, সে মাত্রই এসেছে। তাই আমি তেমন কিছু জিজ্ঞেস করিনি। তবে নির্বাচকদের সঙ্গে কথা বলে জানলাম, সে অনেকটা ধারণা নিয়ে এসেছে। কে কতবার





কীভাবে আউট হয়েছে, সেটা নিয়েও নাকি কথা বলছিল।