‘হাথুরুসিংহে আসার পর যে যে সমস্যা তৈরি হয়েছে আমি তা প্রকাশ করতে প্রস্তুত নই’ : পাপন

বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় দফায় হেড কোচ হিসেবে কাজ শুরু করে দিয়েছেন কড়া হেড মাস্টার খ্যাত শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। এই কোচ প্রথম দফায় বাংলা’দেশের হয়ে বেশকিছু

সাফল্য আছে। তবে সমা’লোচনার পাল্লাও কম ভারী নয়। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার একটা দ্বন্দ্ব ছিল। এবার সেই বৈতরণী পার হতে পারবেন হেড কোচ হাথুরু? সব ক্রিকেটারকে এক ছাদের

নিচে আনতে পারবেন তিনি? এমন প্রশ্নের জবাবে ক্রিকবাজকে দেওয়া এক দীর্ঘ সা’ক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি না’জমুল হাসান পাপন এসব বিষয়ে কথা বলেছেন। বিশেষ

করে সিনিয়র ক্রিকেটারদের নিয়ন্ত্রণ প্রসঙ্গে খোদ বিসিবি সভাপতি কিছুটা সন্দিহান। তিনি বলেছেন, ‘আমি মনে করি এটা কঠিন হবে। এম’নকি ডমিঙ্গোর সাথে সিনিয়রদের সমস্যা ছিল এবং

একপর্যা’য়ে তিনি হাল ছেড়ে দিয়েছিলেন। আপনি যদি হাল ছেড়ে দেন তবে এটি আমাদের উপ’কারে আসবে না। কোচ যদি কিছু না বলেন এবং অন্যদের যা কিছু করতে দেন, তাহলে কোনো লাভ

নেই (তাকে রাখার) এবং আমাদের সেখানে পরি’বর্তন আনা দরকার।’ তিনি আরও বলেন, ‘আমাদের খেলোয়াড়দের সমস্যা হলো তারা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে আমা’দের কিছুই বলছে না।

হাথুরুসিংহের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হবে (তার জন্য এবং সিনিয়রদের জন্যও) কারণ আমি একটা জিনিস জানি যে, একজন সিনিয়র যদি পারফর্ম না করে, হাথুরুসিংহে তাকে দলে রাখবে না।’

হাথুরু আসায় সমস্যা তৈরি হতে পারে। তবে তা প্রকাশ করতে প্রস্তুত নন পাপন। তিনি বলেন, ‘হাথুরুসিংহে আসার পর সমস্যা তৈরি হবে বলে মনে করছি কিন্তু আমি তা প্রকাশ করতে প্রস্তুত নই।

যা করি সমস্যাটি বড় হবে না। তিনি এসব বিবেচনা করবেন না (ড্রেসিংরুমে সিনিয়রদের লাঞ্ছিত করা) এবং এটাই সবচেয়ে বড় সম’স্যা। হয় সবাইকে তার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে

নয়তো সে চলে যাবে, কারণ সে এমনই।’ ‘তিনি যে বাংলাদেশকে আগে পরিচালনা করেছিলেন এবং যে দলটি তিনি নিচ্ছেন তার মধ্যে পার্থক্য রয়েছে। এখন তামিম তার মনের কথা বলবেন

আর সাকিবও তাই করবেন। সাকি’বের ভালো দিক হলো, কোনো কোচের সঙ্গে তার কোনো সমস্যা হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *