হুট করেই দল বদলে বড় চমকে নতুন ঠিকানায় সাকিব

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবশেষ আসরেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে চুক্তি করেছিলেন সাকিব আল হাসান। তবে তার দল সুপার লিগে উঠতে না পারায় সাকিব সেবার খেলেছিলেন লেজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে।

এবারের মৌসুম শুরুর আগে আবারও দল বদল করেছেন সাকিব। জাতীয় দল ও আইপিএলের ব্যস্ততা শেষে সুযোগ পেলে মোহামেডানের জার্সিতে খেলবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
ডিপিএলের দল-বদলের শেষ দিনে আনুষ্ঠানিকতাও

সেরে ফেলেছেন সাকিব। দল-বদলের দ্বিতীয় ও শেষ দিনে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন মুশফিকুর রহিম। সবশেষ মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলা হয়ে মুশফিককে এবার দেখা যাবে প্রাইম ব্যাংকের জার্সিতে। যেখানে রয়েছেন

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ মার্চ থেকে মাঠে গড়াবে ডিপিএলের এবারের আসর। টুর্নামেন্ট শুরুর আগে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মেহেদি হাসান

মিরাজ, তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয় ও মোহাম্মদ আশরাফুলের মতো ক্রিকেটাররা। দুদিনে দল-বদল করেছেন মোট ১২৩ ক্রিকেটার।রিশাদ হোসেন, শাহবাজ চৌহান, এনামুল হক বিজয়, রিপন মণ্ডল, নাহিদুল ইসলাম, রাকিবুল হাসান, তাসকিন আহমেদ।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব-

আমিনুল ইসলাম বিপ্লব, মাসুম খান টুটুল, আব্দুল কাইয়ুম তুহিন, ফরহাদ রেজা, নাবিল সামাদ, শহিদুল ইসলাম, আশিকুর জামান, মাহফিজুল ইসলাম, শামসুর রহমান, খালিদ হাসান, তুষার মিয়া, মাহেদি হাসান, আইচ মোল্লাহ, অমিত হাসান, জিসান আলম।

ঢাকা লেপার্ডস-

রাকিবুল হাসান, সোহরাওয়ার্দী শুভ, জসিম উদ্দিন, জাকিরুল আহমেদ জেম, রায়হান উদ্দিন, মেহরাব হোসাইন জসি, দেলওয়ার হোসেন, মঈন খান, পিনাক ঘোষ, সালাউদ্দিন শাকিল ও জুনায়েদ সিদ্দিকী।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব-

শফিকুল ইসলাম, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, মেহরাব হোসেন নিলয়, প্রিতম কুমার, মনির হোসেন খান।

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব-

সাদমান ইসলাম, আবু হায়দার রনি, মোহাম্মদ শরিফুল্লাহ, মিনহাজুর রহমান, শামসুল ইসলাম, নুরুজ্জামান, আসাদুজ্জামান পায়েল, এনামুল হক, আজমীর আহমেদ, মোহাম্মদ ইলিয়াস, আরাফাত সানি, মার্শাল আইয়ুব, শহীদুল ইসলাম, জহুরুল ইসলাম।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-

মঈনুল ইসলাম সোহাইল, আলিস আল ইসলাম, রাকিবুল আতিক, বিশাল চৌধুরী, মুশফিকুর রহিম, আল আমিন, প্রান্তিক নওরোজ নাবিল।

লেজেন্ডস অব রূপগঞ্জ-

পারভেজ হোসেন ইমন, আশিক উল আলম নাঈম, ফারদিন হাসান অনি, জাওয়াদ মোহাম্মদ, আবদুল হালিম, সোহাগ গাজী, নিয়ন ইসলাম, রাজীবুল ইসলাম, মুনিম শাহরিয়ার।

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-

ইয়াসিন আরাফাত, টিপু সুলতান, সানজামুল ইসলাম, নাঈম ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সালমান হোসেন ইমন, মমিনুল হক সৌরভ, শামীম হোসেন, ইমতিয়াজ হোসেন, আলাউদ্দিন বাবু, নাঈম হাসান।

গাজী গ্রুপ ক্রিকেটার্স-

অমিত মজুমদার, সুমন হাসান খান, নিহাদ উজ জামান, মহিউদ্দিন তারেক, সাকিল হোসেন, এনামুল হক

মোহামেডান স্পোর্টিং ক্লাব-

ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, নাজমুল হোসেন মিলন, মেহেদি হাসান মিরাজ, আরিফুল হক, সৈয়দ খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক জুনিয়র, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, রুয়েল মিয়া, শফিকুল ইসলাম।

সিটি ক্লাব-

আসিফ হাসান মিতুল, আসিফ আহমেদ রাতুল, আবদুল্লাহ আল মামুন, রাফসান আল মাহমুদ, জয়রাজ শেখ ইমন ও নাঈমুর রহমান নয়ন, ইফতেখার সাজ্জাদ, ইমরান হোসেন, রায়ান রাফসান রহমান, সাইফুল ইসলাম।

ব্রাদার্স ইউনিয়ন-

এ কে এস স্বাধীন, আনিসুল ইসলাম ইমন, তাপস ঘোষ, রনি চৌধুরি, আব্দুল গাফফার রনি, মিজানুর রহমান, মহর শেখ অন্তর, তানজিদ হাসান তামিম, সঞ্জিত সাহা, রাহাতুল ফেরদৌস জাভেদ, নাদিফ চৌধুরি, জাহিদুজ্জামান খান, সাব্বির হোসেন, আসাদুল্লাহ হিল গালিব, আরাফাত সানি মৃধা, মেহেদি হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *