হুট করে রনিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন, হাথুরুর

বাংলাদেশ ক্রিকেটের তারকা ক্রিকেটার রনি তালুকদার দীর্ঘ ৭ বছরেরও বেশি সময় পর চমক দিয়েই বাংলাদেশ জাতীয় দলে। মূলত সদ্য শেষ হাওয়া বিপিএলে ৪২৫ রানের সুবাদেই টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন এই ডান-হাতি ব্যাটার।

ভাগ্য সুপ্রসন্ন হলে ইংলিশদের বিপক্ষে ম্যাচে তিনি সুযোগও পেয়ে যেতে পারেন ক্রিকেটার। তবে ইতোমধ্যে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মনেও জায়গা করে নিয়েছেন ৩২ বছর বয়সী রনি।টি-২০ সিরিজ শুরুর আগের দিন

আজ ৮ মার্চ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসেছিলেন হাথুরুসিংহে।সেখানে রনির প্রসঙ্গ টেনে সাকিবদের প্রধান কোচ বলেন, ‘আমি ম্যাচ সিনারিওতে ওদের দেখতে চাই। আমি তাকে (রনি)

শুধুমাত্র নেটে দেখেছি। যা দেখেছি তাতে আমার ভালো লেগেছে। রনিকে আমি আগেও দেখেছি।’হাথুরু প্রথম দফায় বাংলাদেশের কোচ থাকাকালেই রনির আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে হাথুরু বলেন, ‘আমার যতটুকু মনে

পড়ে, সে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছিল। আমি জানি না, এরপর কী হয়েছে। সে ইনজুরি আক্রান্ত হয়েছিল নাকি অন্য ক্রিকেটাররা ওর থেকে ভালো করেছে তা জানি না। আমি এই আসরে ওদের দেখতে মুখিয়ে আছি।’

এদিকে, বিপিএল ও ঘরোয়া লিগে ভালো করে দলে ঢুকেছেন তৌহিদ হৃদয় ও তানভীর ইসলামের মতো ক্রিকেটাররা। তাদের বিষয়ে হাথুরু বলেছেন, ‘তারা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে। জাতীয় দলে ভালো করার সুযোগ

এখনই। এটার মানে এই নয় যে তারা একটি সুযোগই পাবে। আমি মনে করি তারা নিজেদের প্রমাণ করার অনেক সুযোগ পাবে। তাদের প্রতি আজকে আমার বার্তা হচ্ছে, যেমনটা খেলে এসেছো, অমনই খেলো।’

অর্থাৎ, তারা এতদিন যেভাবে খেলে এসেছেন, আন্তর্জাতিক ম্যাচেও সেভাবেই তাদের পারফর্ম করতে পরামর্শ দিয়েছেন এই লঙ্কান কোচ। সাধারণ ম্যাচের মতোই হৃদয়-তানভীররা পারফর্ম অব্যাহত রাখুক- এমনই চান হাথুরুসিংহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *