হুট করে সংবাদ সম্মেলনে যে কারণে চরম রেগে গেলেন হাথুরুসিংহে

গত কয়েকদিন আগে খেলাধুলা বিষয়ক এক ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে সাকিব-তামিমের মধ্যে দ্বন্দ্বের বিষয়ে অবিশ্বাস্য এক মন্তব্য করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি

নাজমুল হাসান পাপন। এই সাক্ষাৎকারে শুধু সাকিব এবং তামিমের দ্বন্দ্বের বিষয় না সাথে সাথে বাংলাদেশ ক্রিকেট দলের গ্রুপিং নিয়েও তিনি মন্তব্য করেন। এদিকে সোমবার ২৭ ফেব্রুয়ারি

সুর বদলান বিসিবি সভাপতি। এ নিয়ে মুখ খুলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তাদের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এ বিষয়ে কিছু

তা মুখ খুলেছেন। অন্যদিকে যা মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে এই প্রসঙ্গে কথা বলেন টাইগারদের এই কোচ। তার দাবি,

মাত্র ৭ দিন হয়েছে, দায়িত্ব নিয়ে এখানে এসেছেন তিনি। হাথুরুসিংহে বলেন, আমার মতে, যখন আপনি জাতীয় দলের হয়ে খেলবেন, আপনার দায়িত্বকে আপনি বেশি গুরুত্ব দিবেন। সবার সঙ্গে বন্ধুত্ব

থাকতে হবে, তা জরুরি না। যতক্ষণ না পর্যন্ত তাদের এমন সম্পর্ক দলের ভেতর কোনো নেতিবাচক প্রভাব ফেলছে, ততক্ষণ আমার কোনো সমস্যা নেই। তবে এ বিষয়ে পাল্টা প্রশ্ন করতেই ক্ষিপ্ত হয়ে

উঠেন হাথুরুসিংহে। তার মতে, আমাদের এখন এই বিষয়ে কথার বলার সঠিক সময় না। তিনি বলেন, সামনে ইংল্যান্ড সিরিজ, সেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত। সবার সিরিজের দিকে

বেশি ফোকাস থাকা দরকার। এর আগে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টিম হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বৈঠক শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, সাকিব-

তামিমের সমস্যার কথা মিডিয়া থেকে শোনা, আমি নিজে দেখিনি। এখানে বিশ্বাসের কিছু নেই। এখন তো নয়ই বরং তিন বছর আগেও ড্রেসিরুমে সাকিব ও তামিমের মধ্যে কোনো সমস্যা দেখিনি।

গত তিন বছর আমি টিমের সঙ্গে নেই, আগে হোটেলেও থাকতাম। কাজেই এই যে কথাটা ড্রেসিংরুমের পরিবেশ ভালো নেই, সাকিব-তামিমের সমস্যা থেকে এসব কিছু কিন্তু আমার বাইরে থেকে

শোনা। উল্লেখ্য, আগামী ১ মার্চ থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। এর আগে, শেষ মুহূর্তেই ব্যস্ত সময় পার করছে উভয় দলই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *