




ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। লক্ষ্য এবার হোয়াইটওয়াশ। অথচ এমন ম্যাচের ঠিক আগেরদিন হুট করে হেলিকপ্টারে চড়ে সাকিব ছুটে গেলেন মাগুরায়! সাকিবের এই সফর সঙ্গী আবার





তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান।সোমবার দুপুর ১টা নাগাদ মাগুরার পুলিশ লাইন মাঠে নামেন জাতীয় দলের এই তিন ক্রিকেটার। জানা গিয়েছে পারিবারিক জমিজমা সংক্রান্ত কাজ সম্পন্ন করতে হুট করেই সাকিবের এই ঝটিকা





সফর। তাই মাগুরা এসে সরাসরি সাকিব যান জেলার সাব-রেজিস্টার অফিসে এবং সেই কাজ শেষে নিজের পৈত্রিক বাড়িতেও ঘুরে আসেন সাকিব।সাকিবের বাবা মাশরুর রেজা মারফতে জানা গিয়েছে নিজেদের জমি রেজিস্ট্রি করার





কারণে সামান্য সময়ের জন্য সাকিবের এই মাগুরা সফর। তবে সাকিবের সঙ্গে জাতীয় দলের আরও যে দুই ক্রিকেটার তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান এসেছিলেন কেবলমাত্র ঘুরতে। মাগুরায় নিজের কাজ শেষ করে সাকিব অবশ্য দুপুর ৩টার দিকে হেলিকপ্টার যোগে ফের ঢাকায় ফিরে গিয়েছেন।