




শান্তয়ের ৫৩রান মুসফিকের ৭০ রান এবং সাকিবের ৭৫ রানের সুবাদে ২৪৭ রানের টার্গেট দিয়ে বোলিংয়ে ছন্দ দেখালো বাংলাদেশ। ইংল্যান্ডকে অলআউট করলো ১৯৬ রানে। আর ৫০ রানের জয়ে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ





এড়ালো টাইগাররা।ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন জেমস ভিন্স। ৪৪ বলে ৩৮ রান করেন তিনি। ফিল সল্ট ৩৫, ক্রিস ওকস ৩৪ রান করেন। এছাড়া জেসন রয় ১৯, জস বাটলার ২৬ রান করেন। বাকিদের কেউ ছুঁতে





পারেনি দুই অঙ্কের কোটা।বাংলাদেশের ৬ বোলারের সবাই উইকেট পান। সর্বোচ্চ ৪ উইকেট নেন সাকিব আল হাসান। ১০ ওভারে ৩৫ রান খরচ করে টাইগার অলরাউন্ডার। দুটি করে উইকেট পান তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন।





খেলা শেষে বাংলাদেম অধিনায়ক তামিম বলেন: আমরা সত্যিই এই খেলার জন্য উন্মুখ ছিলাম, আমরা জয় দিয়ে শেষ করতে চেয়েছিলাম। ওয়ানডে ফরম্যাটে নিয়ে আমরা অনেক গর্ব করি।প্রথম ম্যাচে আমরা ভালো অবস্থানে ছিলাম





কিন্তু আমরা ভালো ফলাফল বয়ে আনতে পারিরি। ইংল্যান্ডের কৃতিত্ব, তারা সত্যিই ভালো খেলেছে। আজকেও আমাদের ২৬০-২৭০ রান করা উচিত ছিল কিন্তু বোলাররা সত্যিই ভালো করেছে।উন্নতির অনেক জায়গা, ওয়ানডেতে





আমরা ভালো দল কিন্তু আমরা যখন বিদেশে যাই তখন উন্নতির অনেক জায়গা থাকে। আমাদের নিজেদেরকে চ্যালেঞ্জ করতে হবে এবং বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে। টি-টোয়েন্টি দলে কিছু উত্তেজনাপূর্ণ খেলোয়াড় আসছে এবং আমি তাদের শুভকামনা জানাই।