২০২৩ বিশ্বকাপ নিয়ে অবাক করা বার্তা দিলেন বিসিবি সভাপতি পাপন

ভারতে আয়োজিত এবারের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটি স্মরণীয় আসর হতে চলেছে। এই বিশ্বকাপকে ঘিরে অনেক বড় আশা-প্রত্যাশা রয়েছে বাংলাদেশের

কোটি কোটি ভক্তদের। হেড কোচ হাথুরুসিংহের অধিনে ভারতের অনুষ্ঠিত এই ওয়ানডে বিশ্বকাপ টাইগাররা বড় কিছু করবে এমনটাই আশা ক্রিকেট ভক্তদের। এর আগে দেশ সেরা ওপেনার

ও দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে একাধিকবার বলতে দেখা গিয়েছে বিশ্বকাপে স্মরণীয় কিছু করতে চায় টাইগাররা। এবার তামিমের কথা মিল রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের

সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছে ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। আজ ২২ ফেব্রুয়ারি মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে আগামী ২০২৩ ওয়ানডে

বিশ্বকাপে নিজের প্রত্যাশা কথা বলতে গিয়ে বিসিবির সভাপতি বলেন, “আসলে প্রত্যাশা তো অনেক বেশি থাকে। লাভ তো হয় না। এখন পর্যন্ত যে আশা ছিল তেমন কিছু তো বিশ্বকাপে দেখিনি”।

“গত দুই বিশ্বকাপে হয়েছিল টি-টোয়েন্টিতে, যেটাতে কি না আমরা দুর্বল। ওয়ানডেতে যেহেতু তুলনামূলক আমরা ভালো খেলি এবং যেহেতু ভালো খেলে আসছি; আমাদের প্রত্যাশা একটু ভালো।

বেশিই থাকার কথা।” “যেহেতু এটা (ওয়ানডে বিশ্বকাপ) আমাদের উপমহাদেশে খেলা হবে এবং ভারতে আহামরি পার্থক্য হবে না। কিছু কিছু পার্থক্য তো থাকতেই পারে। মানে ঢাকা-চট্টগ্রামের

মতো। ওভার অল যদি বলেন উপমহাদেশে হচ্ছে, আমাদের দেশের মতোই উইকেট সেহেতু ভালো করার সুযোগ অনেক বেশি”। “বিশেষত এটা আসলে বলা মুশকিল। আমার ধারণা, আমাদের

সেমিফাইনালে যাওয়া উচিত। আমাদের টার্গেট করা উচিত আমাদের সেমিফাইনাল খেলা উচিত। তারপরে পরবর্তী স্টেপ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *