




২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল ল্যাতিন আমেরিকার জায়ান্ট ব্রাজিল। কিন্তু এখানে কোয়ার্টার ফাইনাল থেকেই হেরে বিদায় নিতে হয়েছে তাদের।এই বিশ্বকাপে ব্রাজিলের কিছু প্লেয়ারের দলের প্রতি





ডেডিকেশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তবে এসব পেছনে ফেলে ২০২৬ বিশ্বকাপে ভালো করতে চাইলে ব্রাজিলকে যে কাজটি করতে হবে তার পরামর্শ দিয়েছেন সুয়ারেজ।ক্যারিয়ারে ৫টি বিশ্বকাপ খেলেছিলেন লিওনেল মেসি। এরমধ্যে





প্রথম চারটি বিশ্বকাপেই শূন্য হাতে বিদায় নিয়েছিলেন তিনি। তার দলও ছিল ব্যর্থ। এরমধ্যে ২০১৪ সালে উঠেছিল ফাইনালে।তবে ৫ম বিশ্বকাপে অর্থাৎ গত কাতার বিশ্বকাপে একেবারে পন করেই নেমেছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার





প্রত্যেকটা প্লেয়ার পন করেছিল এবার যে, মেসির হাতে যেভাবেই হোক বিশ্বকাপ শিরোপা তুলে দিবে তারা।সেই পন থেকেই সর্বোচ্চ শক্তি দিয়ে তারা লড়াই করেছে এবং শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছে। নেইমারের হাতে বিশ্বকাপ





শিরোপা তুলে দেওয়ার জন্যও ব্রাজিলের এমনটাই করা উচিত বলে মন্তব্য করেছেন সুয়ারেজ।তিনি বলেন, “যদি ব্রাজিল ২০২৬ সালে বিশ্বকাপ জিততে চায়, তাহলে তাদের সেটাই করতে হবে যা মেসির জন্য আর্জেন্টিনা করেছে। ১০ জন প্লেয়ারকে নামিয়ে দাও যারা নেইমারের জন্য দৌড়াবে। কারণ নেইমারের বয়স তখন ৩৪ হবে এবং সে সবকিছু সঠিক ভাবে করতে পারবে।”