অধিনায়ক হিসেবে নিজের অভিষেক ম্যাচটা রাঙাতে পারলেন না শাহিন আফ্রিদি। সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুলতান সুলতান্সের বিপক্ষে জিততে পারলো না লাহোর কালান্দার্স। পিএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচেও
জয় তুলে নিয়েছে রিজওয়ানরা। নাটকীয় ম্যাচে হারিস রউফের শেষ ওভারের ভরাডুবিতে অষ্টম আসরে নিজেদের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরেছে শাহীন শাহ আফ্রিদির দল।
শনিবার লাহোর কালান্দার্সের দেওয়া ২০৭ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই দেড়শো রানের দূর্দান্ত পার্টনারশিপ গড়ে মুলতান সুলতান্সকে জয়ের ভিত করে দিয়েছিলেন দুই ওপেনার শান মাসুদ ও মোহাম্মদ রিজওয়ান। অল্প
ব্যবধানে এ দুজন সাজঘরে ফিরলেও শেষ ২ ওভারে জয়ের জন্য মুলতানের দরকার ছিলো ১৭ রান, হাতে তখনো ৭ উইকেট।তবে ১৯তম ওভারে বোলিং এসে মাত্র ১ রান খরচায় ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন লাহোরের নতুন
অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। তবে হারিস রউফের করা শেষ ওভারের প্রথম চার বলেই ১৮ রান নিয়ে লাহোরকে হতাশায় ডুবিয়ে মুলতানকে আসরে টানা দ্বিতীয় জয় উপহার দিয়েছেন অলরাউন্ডার খুশদিল শাহ।
৩ চার আর ১ ছক্কায় মাত্র ৪ বলে ১৮* রানে অপরাজিত ছিলেন খুশদিল শাহ। আর ১৪ চার ও ১ ছক্কায় ৫০ বলে ৮৩ রান করেছেন মুলতানের ম্যাচসেরা ওপেনার শান মাসুদ। অন্যদিকে আসরে টানা দ্বিতীয় ফিফটি হাঁকানো মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে এসেছে ৬ চার আর ৩ ছক্কায় ৪২ বলে ৬৯ রান।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে লাহোর কালান্দার্সকে ঝড়ো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার ফখর জামান এবং আব্দুল্লাহ শফিক। মাত্র ৮.৩ ওভারেই এই দুজন স্কোরবোর্ডে যোগ করেন ৮৯ রান। যেখানে বড় অবদান অবশ্য ফখরের।
ইমরান তাহিরের শিকার হয়ে ২৪ (২২) রান করে আব্দুল্লাহ সাজঘরে ফিরলে ভাঙে এই জুটি।
এরপর কামরান গুলহামের সাথে জুটি বাঁধেন ফখর। অবশ্য দলীয় ১১৭ রানে ভয়ংকর হয়ে উঠা ফখর জামানকে সাজঘরে ফিরিয়ে লাহোরকে স্বস্তি দেন ইহসানুল্লাহ। আউট হওয়ার আগে মাত্র ৩৫ বলে ১১ চার আর ২ ছক্কায় ৭৬ রানের দূর্দান্ত ইনিংস খেলেন ফখর। গুলহাম করেন ৩১ বলে ৪৩ রান।
এরপর মোহাম্মদ হাফিজ ১৬ (১২) এবং বেন ডাঙ্ক ৯ (১১) রান সাজঘরে ফিরলেও শেষ দিকে ডেভিড ওয়াইজের ৫ বলে ১৩* এবং রশিদ খানের ৪ বলে ১৭* রানের অনবদ্য ক্যামিও ইনিংসে দুইশোর গন্ডি পার করে লাহোর কালান্দার্স, গড়ে পিএসএলে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।
সংক্ষিপ্ত স্কোরঃ
লাহোর কালান্দার্স: ২০৬/৫ (২০ ওভার)
ফখর জামান ৭৬, কামরান ৪৩, শফিক ২৪;
খুশদিল ১/১৪, উইলি ১/২৩
মুলতান সুলতান্স: ২০৯/৫ (১৯.৪ ওভার)
মাসুদ ৮০, রিজওয়ান ৬৯, মাকসুদ ২০, খুশদিল ১৮*;
শাহীন আফ্রিদি ৩/৪০, রশিদ ১/২৮
ফলাফলঃ মুলতান সুলতান্স ৫ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচঃ শান মাসুদ