অষ্টম বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে ডট বল দেওয়ার লজ্জার রেকর্ড গড়লাও সিলেট সানরাইজার্সের ব্যাটারর। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ইনিংসজুড়ে ছিল ডট বলের সমাহার। আর ১০০ রানের ঘর ছোঁয়ার আগেই অলআউট হয়ে যায় দলটি।
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি কুমিল্লা ও সিলেট। শনিবার (২২ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। ব্যাটিং করতে নেমে ১৯ ওভার ১ বলে ৯৬ রানে অলআউট হয় সিলেট।
এদিন ব্যাটিং করতে নেমে ধুঁকতে থাকে সিলেট। শুরু থেকেই উইকেট হারানোর সঙ্গে ব্যাটসম্যানরা খেলতে থাকেন একের পর এক ডট বল। টি-টোয়েন্টিতে যেখানে ব্যাটসম্যানরা সিঙ্গেলস-ডাবলসের সঙ্গে বাউন্ডারি মারার জন্য মুখিয়ে থাকেন, সেখানে সিলেটের ব্যাটসম্যানরা ডটবল খেলে উল্টো চাপে ফেলেছেন নিজেদের দলকেই। প্রথম ১০ ওভারে ৬০ বলের মধ্যে ৪১টিই ছিল ডট! মেডেন ছিল ১ ওভার। ১০ ওভারে রান ছিল ৪ উইকেটে ৪৪! ওভার প্রতি ৪.৪০ রান করে নিয়েছে দলটি।
তবে পরের ৯ ওভার ১ বলে ডট ছিল ২৭টি, রান আসে ৫২টি।
সিলেটের ইনিংসে সর্বোচ্চ ২০ রান করেছেন কলিন ইনগ্রাম। রবি বোপারা ১৭ ও সোহাগ গাজী ১২ রান করেন। এ ছাড়া দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি কোন ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অতিরিক্ত থেকে (১৯)।
কুমিল্লার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন তিন বোলার— নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শহিদুল ইসলাম। হাত ঘুরিয়েছেন মুমিনুল হক-আরিফুল হকও।