শুক্রবার চলতি পাকিস্তান সুপার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম পেশোয়ার জালমি। ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে কোয়েটা তোলে ১৯১ রান। জবাবে পেশোয়ারের তারকা ব্যাটার অধিনায়ক শোয়েব মালিকের সৈজন্যে ম্যাচে জয়লাভ করে পেশোয়ার,
দুই বল বাকী থাকতেই ম্যাচ জিতে যায় তারা। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পেশোয়ার জালমি। পেশোয়ার বোলারদের দারুণ চাপের মুখে ফেলে কোয়েটার ব্যাটার’রা। দলের ওপেনার ব্যাটার আহসান আলি ও উইল স্মেড মিলে জুটি’তে জোড়েন ১৫৫ রান। তাদের পারফরম্যান্স ছাড়া দলের বাকী ব্যাটার’দের কোনও উল্লেখ্যযোগ্য পারফরম্যান্স নেই ম্যাচে। ২০ ওভার শেষে ৫ উইকেট খুঁইয়ে ১৯০ রান তোলে তারা।
পেশোয়ারের তরফে দুটি করে উইকেট নেন সমীর গুল ও উসমান কাদির। জবাবে শুরু’টা খানিকটা ঢিমেতালে শুরু করে পেশোয়ার। স্কোরবোর্ডে যখন তাদের ৭৭ রান, তখন ৩ উইকেট খুঁইয়ে বসে তারা। এরপর ৪ নম্বর ব্যাটিং করতে আসেন শোয়েব মালিক। প্রথমে তৃতীয় উইকেটে হোসেন তালাতের সাথে ৮১ রান জোড়েন শোয়েব। তালাত আউট হলেও সমানে সমানে খেলা চালিয়ে যান শোয়েব।
ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য পেশোয়ারের জয়ের জন্য প্রয়োজন ছিলো ২৬ রান। এমন সময় ১৯ তম ওভারে অজি বোলার জেমস ফকনারের ওভারে ঝোড়ো ব্যাটিং করেন শোয়েব। তার ওভারে দুটো চার এবং দুটো ছয় মারেন তিনি। সংশ্লিষ্ট ওভারে ২০ রান তুলে নেওয়ায় শেষ ওভারে পেশোয়ারের জয়ের জন্য আর প্রয়োজন ছিলো ৪ রান। এরপর আর জয় পাওয়ার জন্য বিশেষ বেগ পেতে হয়নি পেশোয়ার জালমি’কে।